চিনির নতুন দাম নির্ধারণ

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১; সময়: ৫:১৪ অপরাহ্ণ |
চিনির নতুন দাম নির্ধারণ

পদ্মাটাইমস ডেস্ক : বাংলাদেশের বাজারে চিনির নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজার দর এবং স্থানীয় পরিশোধনকারী মিলগুলোর উৎপাদন ব্যয় বিবেচনায় এনে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এ দাম নির্ধারণ করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। খোলাবাজারে প্রতিকেজি চিনির সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৪ টাকা এবং প্যাকেটজাত চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এরআগে ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছিল, আন্তর্জাতিক বাজারে চিনির দাম বাড়তে থাকায় প্রতিকেজি খোলা চিনির দাম ৮৫ টাকা ও প্যাকেটজাত চিনির দাম ৯৮ টাকা করার প্রস্তাব করা হয়েছে তাদের পক্ষ থেকে।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ও পরিশোধিত চিনির মূল্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বলেও জানিয়েছিল তারা।

বাংলাদেশে বছরে চিনির মোট যে চাহিদা রয়েছে, দেশে উৎপাদন হয় তার চেয়ে কম। ফলে ঘাটতি মেটাতে ব্রাজিল, ভারত, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও মালয়েশিয়া থেকে অপরিশোধিত চিনি আমদানি করেন বেসরকারি আমদানিকারকরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে