রোববার বন্ধ থাকবে পুঁজিবাজারও

প্রকাশিত: আগস্ট ৫, ২০২১; সময়: ৩:৪৭ অপরাহ্ণ |
রোববার বন্ধ থাকবে পুঁজিবাজারও

পদ্মাটাইমস ডেস্ক : রোববার (৮ আগস্ট) দেশের সব ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে। ব্যাংকের লেনদেন বন্ধ থাকায় এদিন পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৫ আগস্ট) এই সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এবিষয়ে বিএসইসির কমিশনার অধ্যাপক সামসুদ্দিন আহমেদ  বলেন, ব্যাংকের সঙ্গে সমন্বয় রেখে আগামী রোববার পুঁজিবাজারও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ আগামী ১০ আগস্ট (মঙ্গলবার) মধ্যরাত ১২টা পর্যন্ত বাড়া‌নো হয়েছে। বিধিনিষেধ চলাকা‌লে রোববার (৮ আগস্ট) বন্ধ থাকবে ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেছেন, আগামী রোববার ব্যাংক বন্ধ থাকবে। আর ৯ ও ১০ আগস্ট সীমিত পরিসরে চলবে ব্যাংকিং কার্যক্রম। এসময় সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম বিকেল সা‌ড়ে ৪টার মধ্যে শেষ করতে হবে।

  • 69
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে