৫০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ছাড়ছে নগদ

প্রকাশিত: জুলাই ২৮, ২০২১; সময়: ৯:৪৮ অপরাহ্ণ |
৫০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ছাড়ছে নগদ

পদ্মাটাইমস ডেস্ক : ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি ‘নগদ’ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি-র মাধ্যমে ৫০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ছাড়ার ঘোষণা দিয়েছে।

পাঁচ বছর মেয়াদ শেষে যার ফেসভ্যালু হবে সাড়ে ৭০০ কোটি টাকা। এবারই প্রথম দেশের কোনও মোবাইল বা ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি কোনো বন্ড ছাড়লো। সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিএসইসি আয়োজিত বাংলাদেশে বিনিয়োগ সংশ্লিষ্ট এক রোডশোতে এই ঘোষণা দেয় নগদ। নগদ-এই রোডশোর অন্যতম অংশীদার। এ ঘোষণার পর থেকেই নগদ এর বন্ডে বিদেশি বিনিয়োগকারীদের ব্যাপক সাড়া পাওয়া গেছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, বিএসইসি’র চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

  • 224
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে