ডিএসইতে এক ঘণ্টায় লেনদেন ৬০০ কোটি টাকা

প্রকাশিত: জুন ১৩, ২০২১; সময়: ১১:৪২ পূর্বাহ্ণ |
ডিএসইতে এক ঘণ্টায় লেনদেন ৬০০ কোটি টাকা

পদ্মাটাইমস ডেস্ক : সূচকের উত্থানে লেনদেন চলছে দেশের দুই শেয়ারবাজারে। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রথম এক ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১২ পয়েন্ট। এ সময় পর্যন্ত লেনদেন ছাড়িয়েছে ৬০০ কোটি টাকা। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪৫ পয়েন্ট।

ডিএসইতে বেলা ১১টা নাগাদ হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৬টির, কমেছে ১১১টির ও অপরিবর্তিত আছে ৩৫টির। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, গ্রিন ডেলটা, কেয়া কসমেটিক, অগ্রণী ইনস্যুরেন্স, রিং শাইন, পাইওনিয়ার ইনস্যুরেন্স, ফরচুন, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ ও সোনারবাংলা ইনস্যুরেন্স।

গত কার্যদিবস লেনদেন শেষে ডিএসইএক্স বাড়ে ১১ পয়েন্ট। লেনদেন ছাড়ায় ২ হাজার ৬৬৯ কোটি টাকা।
অন্যদিকে, সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ৫১টির ও অপরিবর্তিত আছে ৮২টির।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে