দেশেই তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের টাগ বোট

প্রকাশিত: জুন ১২, ২০২১; সময়: ৮:৩৩ অপরাহ্ণ |
দেশেই তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের টাগ বোট

পদ্মাটাইমস ডেস্ক : দেশেই বিশ্বমানের টাগ বোট নির্মাণ করেছে বাংলাদেশ নৌবাহিনীর ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড। নারায়ণগঞ্জের সোনাকান্দায় শনিবার এমন দশটি টাগ বোট নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। নৌপথে ড্রেজার, বিকল হওয়া ফেরি বা লঞ্চ স্থানান্তর করতে পারবে এসব টগ বোট।

ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড। সংক্ষেপে ডিইডব্লিউ। নারায়ণগঞ্জের সোনাকান্দায় শীতলক্ষার পূর্বতীরে নৌবাহিনীর এই প্রতিষ্ঠানটিতে নির্মাণ হয় জাহাজসহ বিভিন্ন নৌসামগ্রী। এবার এই ডকইয়ার্ডটিতে দশটি টাগ বোটের নির্মাণকাজ উদ্বোধন হলো। প্রায় ১৬৭ কোটি টাকা ব্যয়ে এসব টাগ বোট নির্মাণে লাগবে দুই বছর।

ম্যাটেরিয়াল সহকারী নৌ প্রধান রিয়ার এডমিরাল এম শফিউল আজম বলেন, আন্তর্জাতিক মানের এই সমস্ত টাগ বোট বিআইডাব্লিউটিএ কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ করে বিআইডাব্লিউটি এর হাতে হস্তান্তর করা হবে বলে আমি আশাবদী।

এরমধ্য দিয়ে বিশ্বমানের টাগবোট নির্মাণে দেশীয় প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়বে। ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের কমডোর এস এম মনিরুজ্জামান জানান,আমাদের ম্যাটেরিয়াল প্যকেজসহ মেশিনারিজ যেগুলো আসবে সবই হল আন্তর্জাতিক মানের। এটার মধ্য দিয়ে আমাদের সক্ষমতা বৃদ্ধি হবে।

নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দেশের নদী বন্দরের উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। তিনি আরও বলেন,বাংলাদেশে জাহাজ নির্মাণের ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। নৌবাহিনীর কাছে এ কাজগুলো যাওয়াতে এ নির্মাণ শিল্প আরও জীবন্ত হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, ৯৮ কোটি টাকা ব্যয়ে আরও সাতটি টাগ বোট নির্মাণের প্রক্রিয়াও শুরু হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে