করোনায় ৬ শিল্প এলাকায় ৬৩০টি কারখানা বন্ধ

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১; সময়: ৯:৫৮ অপরাহ্ণ |
করোনায় ৬ শিল্প এলাকায় ৬৩০টি কারখানা বন্ধ

পদ্মাটাইমস ডেস্ক : দেশের শিল্প অধ্যুষিত ৬টি এলাকায় করোনার কারণে ৬৩০টি কারখানা বন্ধ রয়েছে। এই ছয়টি এলাকা হলো আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও খুলনা। এসব অঞ্চলে মোট কারখানা রয়েছে ৭ হাজার ৯৮২টি।
সংবাদ সম্প্রসারণ

ছয় শিল্প এলাকায় শুধু পোশাক খাতের কারখানা আছে ২ হাজার ৩৮৬টি। এ খাতেরই ব্যাকওয়ার্ড লিংকেজ বস্ত্র শিল্পের কারখানা আছে ৩১৫টি। এছাড়া বেপজার আওতায়ও আছে বস্ত্র ও পোশাক খাতের কারখানা।

শিল্প পুলিশের পরিসংখ্যান অনুযায়ী- ছয় শিল্প এলাকায় মোট ৭ হাজার ৯৮২টির মধ্যে পোশাক খাতকেন্দ্রিক মোট কারখানার সংখ্যা ২ হাজার ৭০১। বিজিএমইএ, বিকেএমইএ ও বেপজার আওতাভুক্ত বস্ত্র ও পোশাক কারখানার বাইরে চামড়াজাত পণ্য, আসবাব, মোবাইল ফোন, ওষুধসহ সব মিলিয়ে অন্যান্য কারখানা আছে ৪ হাজার ৮১৬টি।

সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, গত বছর মার্চে করোনা শনাক্তের পর করোনাকালে কারখানাগুলো বন্ধ হয়েছে। আর শিল্প পুলিশের সবশেষ হিসাব বলছে, বর্তমানে বন্ধ রয়েছে ৬শ’র বেশি কারখানা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে