চিনি-সয়াবিন তেলসহ অন্যান্য নিত্যপণ্যের দাম চড়া

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২১; সময়: ১০:৫৪ অপরাহ্ণ |
চিনি-সয়াবিন তেলসহ অন্যান্য নিত্যপণ্যের দাম চড়া

পদ্মাটাইমস ডেস্ক : রাজধানীর বাজারে আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে চিনি, সয়াবিন তেলসহ অন্যান্য নিত্যপণ্য। বেড়েছে আমদানি করা চালের দাম। চড়া দেশি চালের বাজারও।

এছাড়া সারাদেশে চলমান কঠোর বিধিনিষেধের কারণে বাজারে আমদানি করা চালের সরবরাহ কিছুটা কম। তারই প্রভাবে গেল কয়েকদিনে দাম কিছুটা বেড়ে ভারতীয় মিনিকেট বিক্রি হচ্ছে ৫৭ থেকে ৫৯ টাকা কেজিতে।

সেই সঙ্গে চড়া দেশি চালের দামও। রমজানের প্রথম শুক্রবারেও ব্যস্ততা নেই নিত্যপণ্য বিক্রেতাদের। জানালেন, চিনি, সয়াবিন তেল, ডালসহ অন্যান্য নিত্যপণ্য পাওয়া যাচ্ছে আগের দামেই।

এছাড়া গেল সপ্তাহের তুলনায় আবারও বেড়েছে মুরগীর দাম। তবে সিটি করপোরেশনের বেঁধে দেয়া দরে গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৫০ এবং খাসির মাংস ৮৫০ টাকা কেজিতে।

  • 42
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে