সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের নির্বাচনের তফসিল ঘোষণা

প্রকাশিত: মার্চ ১২, ২০২১; সময়: ৭:৪২ অপরাহ্ণ |
সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের নির্বাচনের তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আমদানী রপ্তানিকারক গ্রুপের ২০২১-২০২৩ দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন পরিচালনা বোর্ড।

সম্প্রতি নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মোস্তফা এ তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী-নির্বাচন অনুষ্ঠিত হবে ১০ এপ্রিল শনিবার। এছাড়া তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় ১৩ ফেব্রুয়ারি।

তাছাড়া চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে ২৫ ফেব্রুয়ারি। এদিকে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ছিল ৪ঠা মার্চ। মনোনয়ন পত্র যাচাই বাছাই ও বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ ৭ মার্চ। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ মার্চ।

চুড়ান্ত প্রার্থীতা প্রকাশের শেষ তারিখ ১৯ মার্চ, প্রতিক বরাদ্দ ২০ মার্চ। নির্বাচনের মোট ভোটার সংখ্যা ১৬৬ জন। ১৬৬ জন ভোটারের মধ্যে ৫ জন মারা গেছেন। এই নির্বাচনে মোট ৩৩ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ১৭ জনকে নির্বাচিত করবেন ভোটাররা। নির্বাচনে কোন প্যানেল ভিত্তিক প্রার্থী নেই। চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে ১৭ এপ্রিল।

  • 20
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে