চলতি মাসের ১২ তারিখ পর্যন্ত রেমিটেন্স ১০৬ দশমিক ৬ কোটি ডলার

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২০; সময়: ৬:০৬ অপরাহ্ণ |
চলতি মাসের ১২ তারিখ পর্যন্ত রেমিটেন্স ১০৬ দশমিক ৬ কোটি ডলার

পদ্মাটাইমস ডেস্ক : করোনায় বিশ্ব অর্থনীতিতে মন্দা চললেও রেমিটেন্স আয়ে বাংলাদেশের রেকর্ড অব্যাহত আছে। নভেম্বর মাসের প্রথম ১২ দিনে গেল বছরের একই সময়ের তুলনায় রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে।

চলতি মাসের পহেলা নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত রেমিটেন্স এসেছে ১০৬ দশমিক ৬ কোটি ডলার। গেল বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল ৭৩ দশমিক ৬ কোটি ডলার। অর্থাৎ চলতি বছরের নভেম্বরের প্রথম ১২ দিনে ৩৩ কোটি ডলার বা প্রায় ৪৫ শতাংশ বেশি রেমিটেন্স এসেছে। কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

করোনায় বৈশ্বিক অর্থনীতি বিপরয়ের মুখে পড়ায় আশঙ্কা ছিল ব্যাপক হারে কমতে পারে রেমিটেন্স আয়। তবে সেই আশঙ্কা ভুল প্রমাণ করে চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিটেন্স প্রবাহে একের পর এক রেকর্ড অব্যাহত আছে।

চলতি অর্থবছরের প্রথম চার মাস জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে গেল অর্থবছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ৬২, ৩৬, ৪৫ ও ২৮ শতাংশ বেশি রেমিটেন্স এসেছে।

উক্ত মাস গুলোতে রেমিটেন্স প্রবাহের পরিমাণ ছিল যথাক্রমে ২৬০ কোটি, ১৯৬ কোটি, ২১৫ কোটি ও ২১১ কোটি ডলার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও অভিবাসন বিশেষজ্ঞ ড. সি আর আবরার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বৈধ পথে রেমিটেন্স পাঠালে ২ শতাংশ প্রণোদনা রয়েছে। অন্যদিকে করোনার ফলে যোগাযোগ ব্যবস্থা ব্যহত হওয়ায় অবৈধ পথে রেমিটেন্স পাঠানো কমে গেছে। এর প্রভাবেই বাড়ছে রেমিটেন্স প্রবাহ। তবে রেমিটেন্সের এই ধরনের উলম্ফন সাময়িক বলে তার অভিমত।

চলতি অর্থবছরের জন্য রেমিটেন্সের প্রণোদনা বাবদ সরকার ৩০৬০ কোটি টাকা বরাদ্দ রেখেছে। গেল অর্থবছরেও একই পরিমাণ অর্থ বরাদ্দ ছিল। প্রতি প্রান্তিকের (তিন মাস অন্তর) জন্য প্রণোদনা বাবদ ৭৬৫ কোটি টাকা করে ছাড় করা হয়।

  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে