সরকারি দপ্তরে দৈনিক শ্রমিকের মজুরি বেড়েছে ১০০ টাকা

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২০; সময়: ১০:০১ অপরাহ্ণ |
সরকারি দপ্তরে দৈনিক শ্রমিকের মজুরি বেড়েছে ১০০ টাকা

পদ্মাটাইমস ডেস্ক : সরকারি দপ্তরে দৈনিক ভিত্তিতে কাজ করা শ্রমিকদের মজুরির নতুন হার নির্ধারণ করে প্রজ্ঞাপন দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় এখন থেকে নিয়মিত দক্ষ শ্রমিকের দৈনিক মজুরি হবে ৬০০ টাকা, যা আগে ছিলো ৫০০ টাকা। আর অনিয়মিত অদক্ষ শ্রমিকের মজুরি দৈনিক ৫৭৫ টাকা, যা আগে ছিলো ৪৭৫ টাকা।

এছাড়া, বিভাগীয় অন্য শহরেও দক্ষ শ্রমিকের দৈনিক মজুরি হবে ৬০০ টাকা। অনিয়মিত অদক্ষ শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে ৫৫০ টাকা। আর উপজেলায় দক্ষ শ্রমিক মিলবে ৫৫০ টাকায়, অদক্ষ শ্রমিকের মজুরি ৫০০ টাকা।

অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিটি ক্ষেত্রেই আগের চেয়ে শ্রমিকের মজুরি ১০০ টাকা করে বেড়েছে। তবে শর্ত অনুযায়ী, শ্রমিকের সংখ্যা যথাযথ কর্তৃপক্ষ থেকে অনুমোদিত হতে হবে।

  • 39
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে