৮ মাসে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমেছে সাড়ে ১৪ শতাংশ

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২০; সময়: ১২:২৫ পূর্বাহ্ণ |
৮ মাসে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমেছে সাড়ে ১৪ শতাংশ

পদ্মাটাইমস ডেস্ক : চলতি বছরের প্রথম ৮ মাসে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমেছে প্রায় সাড়ে ১৪ শতাংশ।

জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ৩৪৮ কোটি ৫৪ লাখ ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৯ কোটি ৪২ লাখ ডলার কম। গত বছরের এই সময়ে রপ্তানির পরিমাণ ছিলো ৪০৭ কোটি ৯৫ লাখ ২২ হাজার ডলার।

করোনাকালে বাংলাদেশসহ পোশাক রপ্তানিকারক অন্যান্য দেশগুলো থেকেও পোশাক নেয়া কমিয়েছে যুক্তরাষ্ট্র। এই সময়ে চীন থেকে প্রায় ৪৮ শতাংশ এবং ভিয়েতনাম থেকে ৯ দশমিক ৭৭ শতাংশ পোশাক রপ্তানি কমেছে যুক্তরাষ্ট্রে।

  • 69
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে