ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশে উদ্যোক্তা মেলা

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২০; সময়: ৯:১৬ অপরাহ্ণ |
ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশে উদ্যোক্তা মেলা

পদ্মাটাইমস ডেস্ক : করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়েছে ‘উদ্যোক্তা মেলা’ নামক ফেইসবুক গ্রুপ।

করোনা মহামারিতে বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি এবং ক্ষতিগ্রস্ত দেশে ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তারা। করোনার প্রভাবে সৃষ্ট সঙ্কটে অনেক উদ্যোক্তাদেরই কারখানা ও শো-রুম বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় গেল এপ্রিল মাসে ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নের লক্ষ্যে কাজ শুরু করে ‘উদ্যোক্তা মেলা’ নামক ফেইসবুক গ্রুপ। মাত্র ৬ মাসেই গ্রুপটির সদস্য সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। আর গ্রুপের মাধ্যমে বিক্রি হয়েছে প্রায় ৭০ লাখ টাকা।

‘উদ্যোক্তা মেলা’ গ্রুপটি ক্ষুদ্র উদ্যোক্তাদের তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি নানাভাবে সাহায্য করে থাকে। এমনকি প্রতি শুক্রবার ফেইসবুক লাইভের মাধ্যমে ব্যবসা সংক্রান্ত নানা বিষয়ে তথ্য দিয়ে থাকে।

গেল ঈদে উদ্যোক্তা মেলার মাধ্যমে ৩১ লাখ টাকার পণ্য বিক্রি করা হয়। আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ‘শারদীয় মেলা ২০২০’ আয়োজন করেছে উদ্যোক্তা মেলা। ৫ দিনব্যাপী এ মেলা চলবে ৫ আগামী ১০ অক্টোবর পর্যন্ত। মেলায় ২ শতাধিক পণ্যের পসরা নিয়ে বসবেন উদ্যোক্তা মেলার সদস্যরা।

উদ্যোক্তা মেলার ফাউন্ডার নিশি হানিফ বলেন, এই মেলা মহামারির সময়ে উদ্যোক্তাদের জন্য একটি সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলে আমরা আশা করি। উদ্যোক্তা মেলার সকলেই আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, উদ্যোক্তাদের পাশে থেকে ঘুরে দাঁড়াতে সহযোগিতা করার। তিনি সবাইকে উদ্যোক্তা মেলা’র শারদীয় মেলা ঘুরে দেখার আহ্বান জানান।

মেলায় জামদানী, মণিপুরী, মসলিন, হ্যান্ডপেইন্টসহ নানারকম শাড়ি, গয়না, শুঁটকি, আচার, ফ্রোজেন খাবার, নিত্যপ্রয়োজনীয় মসলাসহ মিলবে দুই শতাধিক পণ্য। এছাড়া থাকবে সিলেটের চা-পাতাসহ নানারকম ঘর সাজানোর জিনিস ও উপহার সামগ্রী।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে