মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন কমেছে প্রায় ৩৪ শতাংশ

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২০; সময়: ৯:৩২ অপরাহ্ণ |
মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন কমেছে প্রায় ৩৪ শতাংশ

পদ্মাটাইমস ডেস্ক : দেশে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন কমেছে প্রায় ৩৪ শতাংশ। মোবাইল আর্থিক সেবা নিয়ে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এমন তথ্য জানা গেছে।

সবশেষ হিসাব বলছে- মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আগস্টে লেনদেন নেমে গেছে ৪১ হাজার ৪০৩ কোটি টাকায়। যেখানে জুলাইয়ে লেনদেন ছিলো ৬৩ হাজার কোটি টাকা। এতে করে জুলাইয়ের চেয়ে আগস্টে ৩৪ শতাংশ কম লেনদেন হয়েছে মোবাইল ব্যাংকিংয়ে।

আগস্টে সব মিলিয়ে মোট ২৬ কোটি ৯৬ লাখ ৯৭ হাজার ৮৭৫টি লেনদেন হয়েছে। প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে এক হাজার ৩৩৫ কোটি ৬১ লাখ টাকা। বর্তমানে মোট ১৫টি ব্যাংক মোবাইল ব্যাংকিং সেবা দিচ্ছে। আর সারা দেশে মোবাইল ব্যাংকিংয়ের নিবন্ধিত গ্রাহক প্রায় ৯ কোটি ২৯ লাখ ৩৭ হাজার।

  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে