দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র

প্রকাশিত: অক্টোবর ১, ২০২০; সময়: ১০:৩২ অপরাহ্ণ |
দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র

পদ্মাটাইমস ডেস্ক : করোনা মহামারি ও এর পরবর্তী সময়ে স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে একমত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায়, যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি কেইথ ক্রাচের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান।

আলোচনায় প্রতিবেশি, আঞ্চলিক রাষ্ট্রের পাশপাশি, বিশ্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক কূটনীতি আরো জোরদার করার আহ্বান জানান সালমান এফ রহমান। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক উন্নয়নে সরকারের পাশপাশি দু’দেশের শিল্প-কারখানাগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন তিনি। এসময় বাংলাদেশে মার্কিন বিনিয়োগের প্রশংসা করেন সালমান এফ রহমান।

বৈঠকে সাউন্ড ডিজিটাল পলিসি, ব্লু-ইকোনমি, কৃষি, জনস্বাস্থ্য, এনার্জি, যোগাযোগ, এবং অবকাঠামোগত সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। সেই সঙ্গে বাংলাদশে ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিমান চলাচল বিষয়ে একটি চুক্তি হয়।

  • 26
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে