ফের সোনার দাম বাড়ল

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২০; সময়: ১০:১২ অপরাহ্ণ |
ফের সোনার দাম বাড়ল

পদ্মাটাইমস ডেস্ক : দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম। এবার ভরিপ্রতি ২ হাজার ৪৫০ টাকা বাড়িয়ে সোনার দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। নতুন দাম আগামীকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) থেকে বাজারে কার্যকর হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে সংগঠনটি। এ নিয়ে চলতি বছর ১১ বার সোনার দাম পুনঃনির্ধারণ করা হল।

নতুন মূল্যতালিকা অনুযায়ী প্রতিভরি ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৭৬ হাজার ৪৫৭ টাকা, ২১ ক্যারেটের দাম ৭৩ হাজার ৩০৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৪ হাজার ৫৬০ টাকা ও এক ভরি সনাতন সোনার দাম ঠিক করা হয়েছে ৫৪ হাজার ২৩৮ টাকা। তবে এবারও রুপার দামের কোনো হেরফের করা হয়নি। প্রতিভরি রুপা বিক্রি হবে আগের দামেই; ৯৩৩ টাকা ভরি হিসেবে।

দাম বৃদ্ধির কারণ হিসেবে, করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট, চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধের কারণে ডলার ও জ্বালানি তেলের দরপতনকে উল্লেখ করেছে সংগঠনটি।

এর আগে গেল ১০ সেপ্টেম্বরও সোনার দাম বাড়িয়েছিল বাজুস। তখন প্রতিভরিতে ১ হাজার ৭৫০ টাকা দাম বাড়ানো হয়েছিল।

  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে