এসিআই মোটরস ও হিমোইনসা গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২০; সময়: ৮:২৪ অপরাহ্ণ |
এসিআই মোটরস ও হিমোইনসা গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষর

পদ্মাটাইমস ডেস্ক : নিরবিচ্ছিন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এসিআই মোটরস লিমিটেড ও স্পেনের ডিজেল জেনারেটর প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিমোইনসা এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গত মঙ্গলবার (৮ই সেপ্টেম্বর) অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এসিআই মটরস এবং “হিমোইনসা”-র মধ্যে একটি চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠান সম্পাদিত হয়।

এসময় এসিআই মোটরস লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও ড. ফা হ আনসারি, এক্সিকিউটিভ ডাইরেক্টর সুব্রত রঞ্জন দাস এবং হিমোইনসা গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও ফ্রান্সিসকো গ্রেসিয় গোমেজ, গ্লোবাল অপারেশনের ডিভিশনাল ম্যানেজার জিমি ওনিশি অংশগ্রহন করেন।

এখন থেকে বিশ্বের ৪র্থ বৃহত্তম জেনারেটর প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিমোইনসা ডিজেল জেনারেটর দেশের বিভিন্ন সেক্টরের চাহিদা অনুযায়ী বাজারজাত করবে এসিআই মোটরস। এই জেনারেটর স্বল্প জ্বালানী খরচে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম।

এছাড়াও জেনারেটরটিতে রয়েছে বিশ্বমানের আধুনিক প্রযুক্তির রিমোট মনিটরিং সিস্টেম, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল প্রটেকশন ডিভাইস। এসিআই মটরস সারা দেশে হিমোইনসা জেনারেটরের বিক্রয়োত্তর সেবা ও স্পেয়ার পার্টস প্রদান করতে বদ্ধ পরিকর।

  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে