প্রতি ভরিতে স্বর্ণের দাম বাড়লো ১৭৫০ টাকা

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২০; সময়: ৮:২১ অপরাহ্ণ |
প্রতি ভরিতে স্বর্ণের দাম বাড়লো ১৭৫০ টাকা

পদ্মাটাইমস ডেস্ক : প্রতি ভরিতে স্বর্ণের দাম বাড়লো ১৭৫০ টাকা। ফের বেড়েছে স্বর্ণের দাম, নতুন দাম কার্যকর হচ্ছে গত বৃহস্পতিবার থেকে।

ফের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৭৫০ টাকা বেড়েছে। আজ থেকে কার্যকর হচ্ছে নতুন দর। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনায় অর্থনৈতিক সংকট, চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধে মার্কিন ডলারের প্রাধান্য কমায়, তেলের দরপতন ও নানাবিধ জটিল অর্থনৈতিক সমীকরণে ১৩ ও ২১ আগস্ট দুই দফায় স্বর্ণের দাম কমানো হয়। তবে, বর্তমানে দেশীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বেড়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ৭৪ হাজার ৮ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের স্বর্ণ ৭০ হাজার ৮৫৯ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬২ হাজার ১১১ টাকা এবং সনাতন স্বর্ণের ভরি ৫১ হাজার ৭৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

২১ ক্যারেটের প্রতি ভরি রুপা আগের দাম ৯৩৩ টাকাতেই বহাল রয়েছে।

  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে