গাড়ির ‘৭৭-৭৭৭৭’ নম্বর প্লেটের দাম ৬,৮৬,০০০ টাকা

প্রকাশিত: জুন ২৮, ২০২০; সময়: ৫:১৪ অপরাহ্ণ |
গাড়ির ‘৭৭-৭৭৭৭’ নম্বর প্লেটের দাম ৬,৮৬,০০০ টাকা

আবুল কাশেম : রেজিস্ট্রেশনের সময় বাড়তি ফি দিয়ে নিজের পছন্দমতো নম্বর নিতে পারবেন মোটরকার ও জীপ গাড়ির মালিকরা। এজন্য নম্বরের ধরন অনুযায়ী প্রচলিত রেজিস্ট্রেশন ফি’র দ্বিগুণ থেকে ছয়গুণ অর্থ খরচ করতে হবে তাদের। তবে সবচেয়ে লোভনীয় ‘৭৭-৭৭৭৭’ নম্বর পেতে হলে রেজিস্ট্রেশন ফির সাত গুণ অর্থ পরিশোধ করতে হবে গাড়ির মালিককে।

বাড়তি রেজিস্ট্রেশন ফি’র বিনিময়ে পছন্দের রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার বিষয়ে গত বুধবার (২৪ জুন) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে।

সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোটরযান রেজিস্ট্রেশনের সময় মোটরকার ও জীপের মালিকদের পছন্দমতো নম্বর দেওয়া হবে।

এতে বলা হয়েছে, ‘রেজিস্ট্রেশন নম্বরের ৬টি একই হলে (যেমন- ৫৫-৫৫৫৫, ৬৬-৬৬৬৬ নম্বর) হলে প্রচলিত রেজিস্ট্রেশন ফির ৬ গুণ ফি পরিশোধ করতে হবে। তবে শুধু ৭৭-৭৭৭৭ নম্বরের ক্ষেত্রে ফি হবে প্রচলিত ফির ৭ গুণ।’

বর্তমানে সিডান, কার ও জীপের রেজিস্ট্রেশন ফি ৯৮,০০০ টাকা। ৭৭-৭৭৭৭ নম্বর পেতে হলে গাড়ির মালিককে ৬,৮৬,০০০ টাকা রেজিস্টেশন ফি দিতে হবে।

রেজিস্ট্রেশন নম্বরের ছয়টি ডিজিট জোড়া জোড়া হলে (যেমন-৩৪-৩৪৩৪, ৪৫-৪৫৪৫ নম্বর) রেজিস্ট্রেশন ফি দিতে হবে প্রচলিত ফির ৫ গুণ।

রেজিস্ট্রেশন নম্বরের ৪টি ডিজিট একই হলে (যেমন- ১১১১, ২২২২ নম্বর) রেজিস্ট্রেশন ফি প্রচলিত ফির চার গুণ হবে। রেজিস্ট্রেশন নম্বরের ৪টি ডিজিট জোড়া জোড়া হলে (যেমন- ১৩১৩, ১৫১৫ নম্বর) প্রচলিত ফির তিনগুণ ফি দিতে হবে।

আর রেজিস্ট্রেশন নম্বরের চারটি ডিজিটের দু’টি করে ডিজিট একই হলে (যেমন- ০০১১, ০০২২ নম্বর) রেজিস্ট্রেশন ফি প্রচলিত ফির দ্বিগুণ হবে।

প্রায় দু’বছর আগে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বেশি ফির বিনিময়ে গাড়ির মালিকদের পছন্দের রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার সরকারের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইউরোপসহ বিভিন্ন উন্নত দেশ এ ধরনের ব্যবস্থা রয়েছে। গাড়ির মালিকদের পছন্দ অনুযায়ী রেজিস্ট্রেশন নম্বর দিয়ে বাড়তি রাজস্ব আয়ের সুযোগ রয়েছে।

সূত্র : দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে