প্রবাসী নারীকে ব্ল্যাকমেইল করায় যুবকের জেল

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২; সময়: ৯:৩৩ অপরাহ্ণ |
প্রবাসী নারীকে ব্ল্যাকমেইল করায় যুবকের জেল

নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বন্ধুত্ব গড়ে তুলে প্রবাসী নারীকে ব্ল্যাকমেল করার অপরাধে এক ব্যক্তিকে আলাদা দুটি ধারায় পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। ওই আসামিকে আলাদা দুটি ধারায় পাঁচ লাখ টাকা জরিমানাও করেছেন আদালত।

জানা গেছে, দণ্ডিত এই আসামির নাম এসএম হুমায়ুন কবীর রকি (৩০)। তাঁর বাড়ি ঢাকার মীরপুরের দক্ষিণ পাইকপাড়ার এসপি রোডে। বাবার নাম এসএম আজিজুল হক। ২০১৮ সালের ৯ নভেম্বর বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। ৫৭ বছর বয়সী বগুড়ার এক নারী বাদী হয়ে ওই মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, বাদীর মেয়ে ও জামাতা ওমানে থাকেন। আসামি হুমায়ুনের সঙ্গে তাঁর মেয়ের ফেসবুকে বন্ধুত্ব হয়। সেই সুবাদে হুমায়ুন কৌশলে তাঁর মেয়ের কিছু ছবি নেন। এরপর সেসব ছবি সম্পাদন করে ফেসবুকে প্রচার করার হুমকি দিয়ে টাকা দাবি করেন। ব্ল্যাকমেল করে এক লাখ টাকা নেওয়ার পরও আরও টাকার জন্য চাপ দিচ্ছিলেন হুমায়ুন। বাধ্য হয়ে ভুক্তভোগীর মা থানায় মামলা করেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের একটি ধারায় আদালত আসামিকে তিন বছর সশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয়মাস বিনাশ্রম কারাদণ্ড। ওই আইনের আরেকটি ধারায় আদালত তাঁকে দুবছর সশ্রম কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করেন। জরিমানার এই অর্থ না দিলে আরও ছয়মাস বিনাশ্রম কারাদণ্ড। জরিমানার অর্থ ভিকটিম পাবেন বলে আদালত সিদ্ধান্ত দিয়েছেন।

তিনি আরও জানান, আদালত মোট চারজনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করলেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে