রাজশাহীতে তথ্য-প্রযুক্তি আইনে একজনের জেল

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২; সময়: ১১:০১ অপরাহ্ণ |
রাজশাহীতে তথ্য-প্রযুক্তি আইনে একজনের জেল

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় করা মামলায় এক ব্যক্তিকে সাত বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। রেজাউন নবী মঞ্জু নামের এক ব্যক্তি জয়পুরহাটে মামলাটি করেছিলেন। তিনি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) একজন উপ-সহকারী প্রকৌশলী।

সোমবার রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচার জিয়াউর রহমান মামলার রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম মাহাবুবুল আলম ওরফে মিলন মাহবুব। জয়পুরহাট সদর উপজেলার প্রফেসরপাড়া এলাকার বাসিন্দা তিনি।

সাতবছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি তাঁকে এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার অর্থ পরিশোধ না করলে আরও একমাস বিনাশ্রম কারাভোগ করতে হবে তাঁকে। মামলার বাদী রেজাউন নবীর বাড়ি জয়পুরহাট সদরের জামিয়ার বাগান এলাকায়। ২০১৭ সালের ৮ মার্চ জয়পুরহাট থানায় মাহাবুবুলের বিরুদ্ধে ওই মামলা করেছিলেন তিনি।

রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি আসামি মাহাবুবুল তাঁর ফেসবুক আইডিতে রেজাউন নবীকে নিয়ে একটি পোস্ট দেন। এতে তার সম্পর্কে আপত্তিকর কথাবার্তা লেখা হয়।

এর পরিপ্রেক্ষিতে রেজাউন নবী থানায় মামলা করেন। আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করলেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে