যুবককে বেঁধে নির্যাতন: চেয়ারম্যানসহ গ্রেফতার ১২ জন আদালতে

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১; সময়: ১:৫৫ অপরাহ্ণ |
যুবককে বেঁধে নির্যাতন: চেয়ারম্যানসহ গ্রেফতার ১২ জন আদালতে

পদ্মাটাইমস ডেস্ক : ঢাকার ধামরাইয়ের বালিয়া ইউনিয়নে প্রতিবেশী ইসরাফিল হোসেনের বাড়িতে হামলা, ভাঙচুর ও নির্যাতনের অভিযোগে নৌকা প্রতীক নিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান মজিবর রহমানসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে। সকালে ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) অহেদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যায় বালিয়া ইউনিয়নের সূত্রাপুর চৌরাস্তা এলাকায় ইসরাফিল হোসেনের বাড়িতে হামলা, ভাঙচুর ও তাকে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় বালিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মজিবর রহমানসহ ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

পরে ইসরাফিল বাদী হয়ে রাতে ২৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় আটককৃতদের গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাদের আজ আদালতে পাঠানো হয়েছে।

‘মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি। হামলার বিষয়ে জানতে চাইলে অহেদ পারভেজ বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে।’

স্থানীয়রা জানান, মজিবর রহমান ও তার সমর্থকরা প্রতিবেশী ইসরাফিল হোসেনের বাড়িতে হামলা চালায়। এসময় তারা ইসরাফিলকে বেঁধে নির্যাতন করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখান থেকে চেয়ারম্যানসহ ১০ জনকে আটক করে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে