মানবতাবিরোধী অপরাধ: ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১; সময়: ৩:০১ অপরাহ্ণ |
মানবতাবিরোধী অপরাধ: ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পদ্মাটাইমস ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় ময়মনসিংহ জেলার ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও তাপস কান্তি বল। পরে তাপস কান্তি বল জানান, আসামিদের বিরুদ্ধে হত্যা-গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শেষ পর্যায়ে। বৃহস্পতিবার আদালত ১২ জনকে গ্রেপ্তার করতে পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।

জানা গেছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় অভিযুক্তরা রাজাকার বাহিনী এবং পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে মিলে বিভিন্ন গ্রামে অপহরণ, আটক, নির্যাতন ও হত্যার মতো অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন।

স্বাধীনতার ৩৯ বছর পর ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যাত্রা শুরু হয়। এর প্রায় দুই বছরের মাথায় ২০১২ সালের ২২ মার্চ আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়, যা ট্রাইব্যুনাল-২ নামে পরিচিতি পায়। ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর দুই ট্রাইব্যুনালকে একীভূত করে আবার একটি ট্রাইব্যুনাল করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে