সাম্প্রদায়িক সহিংসতা: অপরাধের ধরন বিশ্লেষণ করছে ডিবি

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১; সময়: ৮:৩৯ অপরাহ্ণ |
সাম্প্রদায়িক সহিংসতা: অপরাধের ধরন বিশ্লেষণ করছে ডিবি

পদ্মাটাইমস ডেস্ক : বিভিন্ন সময় সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতার ঘটনায় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্য থেকে সামাজিক মাধ্যম ব্যবহার করে অপরাধের ধরন বিশ্লেষণ করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেইসঙ্গে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে ঢাকা থেকে সারা দেশে চলছে মনিটরিং। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, শিগগিরই আইনের আওতায় আসবে কুমিল্লার সহিংসতায় জড়িতরা।

রামু, নাসিরনগর, সবশেষ কুমিল্লার নানিয়ারদীঘি। সামাজিক মাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়ানোর বলি হয়েছেন নিরীহ মানুষ, শান্তিপূর্ণ সামাজিক পরিবেশে নেমে এসেছে সহিংসতা, অশান্তি। এমন প্রেক্ষাপটে অপরাধীদের ধরতে এবং ধরনের অপরাধ ঠেকাতে শনিবার (১৬ অক্টোবর) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কঠোর অবস্থানের কথা জানান।

গোয়েন্দা পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে ঢাকা থেকে কেন্দ্রীয়ভাবে সারা দেশে মনিটরিং করা হচ্ছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, সামাজিক প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে গুজব সৃষ্টি করে কিছু জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঢাকা থেকে বিষয়টি নজরদারিতে রাখছে ডিবি। আমাদের সাইবার দল এটা নিয়ে কাজ করছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, যারা বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্ম ব্যবহার করে গুজব ছড়িয়েছে, তাদের মনিটরিং করছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।

বিভিন্ন সময় সাম্প্রদায়িক উস্কানির ঘটনায় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্য থেকে সামাজিক মাধ্যম ব্যবহার করে অপরাধ সংঘটনের ধরন বিশ্লেষণও করা হচ্ছে বলে জানান তিনি।

হারুন অর রশীদ বলেন, বরিশাল থেকে আমরা কয়েকজনকে গ্রেপ্তার করেছি। সামাজিক মাধ্যম ব্যবহার করে তারা গুজব ছড়াচ্ছিলেন। সব জায়গাতেই আমরা নজরদারি রাখছি। এ ধরনের যারা আজব গল্প ছড়াবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। দেশের সব মন্দিরসহ সংখ্যালঘু সম্প্রদায়ের স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেওয়া হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে