আচারের আড়ালে তাদের মাদক আইসের ব্যবসা

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১; সময়: ৮:১২ অপরাহ্ণ |
আচারের আড়ালে তাদের মাদক আইসের ব্যবসা

পদ্মাটাইমস ডেস্ক : রাজধানীতে ভয়ংকর মাদক আইসের সবচেয়ে বড় চালান জব্দ করা হয়েছে। সাড়ে ১২ কোটি টাকা মূল্যের ৫ কেজি আইস জব্দের পাশাপাশি যাত্রাবাড়ী থেকে আটক করা হয়েছে মূলহোতাকে। র‌্যাব বলছে, এ চক্রটি কাপড় ও আচারের ব্যবসার আড়ালে দেশজুড়ে আইসের ব্যবসা করতো।

কক্সবাজারে টেকনাফ থেকে ঢাকায় আসছে আইসের একটি বড় চলান এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী এলাকায় নিরাপত্তা চৌকি বসায় র‌্যাব। শনিবার (১৬ অক্টোবর) ভোরে প্রায় পাঁচ কেজি আইস বা ক্রিস্টাল মেথসহ দুইজনকে গ্রেপ্তার করে র‌্যাব। র‌্যাবের দাবি এখন পর্যন্ত এটি আইসের সবচেয়ে বড় চালান।

সংস্থাটি আরও জানায়, মিয়ানমার থেকে এই মাদক নৌপথে আমদানি করে হাসান। সেই এই চক্রের মূলহোতা। কাপড় ও আচারের ব্যবসার আড়ালে দেশজুড়ে সে আইসের ব্যবসা করে আসছিল বলেও র‌্যাবের দাবি।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মইন বলেন, র‍্যাব জানতে পারে টেকনাফ কেন্দ্রিক একটি চক্র দেশে বিপুল পরিমাণ আইস মাদক নিয়ে এসেছে। রাজধানীর যাত্রাবাড়ী থেকে টেকনাফ কেন্দ্রিক মাদক চোরাকারবারীর অন্যতম হোতা খোকন ও রফিককে পাঁচ কেজি ৫০ গ্রাম বিদেশি আইসসহ একটি বিদেশী অস্ত্র গুলি, দেশীয় মুদ্রা এবং দেশীয় সিমসহ আটক করা হয়।

র‌্যাব বলছে ইয়াবার চেয়ে কয়েকগুণ বেশি ক্ষতিকর এ মাদক। যা অনেক বেশি পরিমাণ প্রতিক্রিয়া তৈরি করে মানবদেহে।
দেশে ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি ৮ গ্রাম আইসসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। জব্দ করা এই মাদকের পরিমাণ ৫ কেজি ৫০ গ্রাম আইস যার আনুমানিকমূল্য সাড়ে ১২ কোটি টাকা। এই চক্রের বাকি সদস্যের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় র‌্যাব।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে