রাজশাহীতে তথ্য-প্রযুক্তি আইনে যুবকের জেল

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১; সময়: ৯:৫০ অপরাহ্ণ |
রাজশাহীতে তথ্য-প্রযুক্তি আইনে যুবকের জেল

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় চাঁপাইনবাবগঞ্জের এক যুবকের কারাদণ্ড হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক জিয়াউর রহমান ওই যুবকের এক বছরের সাজা দেন।

সাজাপ্রাপ্ত যুবকের নাম মুন্সি নজরুল ইসলাম সুজন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩০ জুন তাঁর ফেক ফেসবুক আইডি থেকে চাঁপাইনবাবগঞ্জের পাঠানপাড়া এলাকার এত ব্যক্তি ও তাঁর মেয়েকে কটূক্তি করে পোস্ট দেন। এ নিয়ে ভুক্তভোগী ব্যক্তি মামলা করেন। ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আসামিকে এক বছরের কারাদণ্ড দেন।

রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বেগম জানান, আসামী পালতক রয়েছে। ফলে রায় ঘোষণার সময় আসামিকে আদালতে হাজির করা যায়নি। তার অনুপস্থিতিতে বিচারক এ রায় ঘোষণা করেন বলেও জানান তিনি।

  • 148
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে