হেলেনার বিরুদ্ধে আরেকটি মামলা

প্রকাশিত: জুলাই ৩১, ২০২১; সময়: ৯:৪৩ অপরাহ্ণ |
হেলেনার বিরুদ্ধে আরেকটি মামলা

পদ্মাটাইমস ডেস্ক : বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন আইনে আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের নামে পল্লবী থানায় আরেকটি মামলা হয়েছে।

অনুমোদন ও বৈধ কাগজপত্র ছাড়া জয়যাত্রা টিভির সম্প্রচারের অভিযোগে শুক্রবার রাতে র‌্যাব-৪–এর উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী পল্লবী থানায় এই মামলা দায়ের করেন। এ নিয়ে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় দুটি, পল্লবী থানায় একটিসহ তিনটি মামলা হল।

পল্লবী থানার এসআই নাসিরউদ্দিন জানিয়েছেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন আইনের ৩৫, ৫৫ ও ৭৩ ধারায় ওই মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে র্যা ব।

শুক্রবার গুলশান থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হেলেনা জাহাঙ্গীরকে ঢাকার আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে গতকাল গুলশান থানায় পৃথক দুটি মামলা করে র‌্যাব। একটি ডিজিটাল নিরাপত্তা আইনে এবং অন্যটি বিশেষ ক্ষমতা আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে।

র‌্যাব বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানিয়েছেন, হেলেনা জাহাঙ্গীরের নামে ডিজিটাল নিরাপত্তা আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন, বন্য প্রাণী সংরক্ষণ আইন ও টেলিযোগাযোগ আইনে পৃথক মামলা হবে।

ফেসবুকে ‘চাকরিজীবী লীগ’ প্রতিষ্ঠার বার্তা দেওয়ার পর ফের আলোচনায় আসেন হেলেনা জাহাঙ্গীরের নাম। কেন্দ্রীয় কমিটির অনুমোদন ছাড়া এমন সংগঠনের প্রচারের দায়ে গত রোববার আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটি থেকে বহিস্কৃত হন হেলেনা।

  • 175
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে