জাতীয় চিড়িয়াখানার ১৬ হরিণ বিক্রি

প্রকাশিত: জুন ২৯, ২০২১; সময়: ৩:২৩ অপরাহ্ণ |
জাতীয় চিড়িয়াখানার ১৬ হরিণ বিক্রি

পদ্মাটাইমস ডেস্ক : প্রতিটি হরিণ ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। আরও প্রায় ১২০টির মতো বিক্রির পরিকল্পনা রয়েছে। মিরপুরের জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ ১৬টি চিত্রা হরিণ বিক্রি করেছে। প্রতিটি হরিণ ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। আরও প্রায় ১২০টির মতো বিক্রির পরিকল্পনা রয়েছে। বিক্রয়কৃত এসব হরিণের বয়স দেড় বছরের বেশি। জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

সম্প্রতি হরিণ ও নীল ময়ূর বিক্রির বিজ্ঞাপন দেয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এরপর ৩০ জন আগ্রহী ব্যক্তি চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হরিণ কিনতে লিখিতভাবে আবেদন করেন। তাদের মধ্যে মোট ছয়জন ১৬টি হরিণ কিনেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. আব্দুল লতীফ।

তবে নীল ময়ূর বিক্রি করতে বিজ্ঞপ্তি প্রকাশ করলেও আপাতত ময়ূর বিক্রি করা হচ্ছে না। আগামী ১৫ জুলাই থেকে নীল ময়ূর বিক্রি করা হবে বলে জানান তিনি। করোনাভাইরাস সংক্রমণের কারণে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকায় স্বাভাবিক বন্য পরিবেশ পাওয়ায় চিড়িয়াখানার প্রাণিদের প্রজনন ক্ষমতা বেড়েছে। তাই ধারণক্ষমতার অতিরিক্ত প্রাণী বিক্রির সিদ্ধান্ত নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

 

  • 224
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে