নওগাঁর টগর হত্যার ১৮ আসামি খালাস

প্রকাশিত: জুন ৯, ২০২১; সময়: ৪:২৫ অপরাহ্ণ |
নওগাঁর টগর হত্যার ১৮ আসামি খালাস

পদ্মাটাইমস ডেস্ক : নওগাঁর বদলগাছিতে টগর হত্যা মামলার প্রধান আসামি ডা. নুরুল ইসলামসহ ১৮ জনকে বেকসুর খালাস দিয়েছে আপিল বিভাগ।

বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ উভয়পক্ষের শুনানি শেষে এ রায় দেন। রাষ্ট্রপক্ষের কৌশলী অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ সমকালকে এ খবর জানিয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, নওগাঁর বদলগাছির কেশাই গ্রামে ১৯৯৪ সালের ৩ জুলাই পুকুরে মাছের পোনা ধরাকে কেন্দ্র করে বিরোধে জড়ান এলাকাবাসী। তখন চিকিৎসক নুরুল ইসলাম তার লাইসেন্স করা বন্দুক থেকে গুলি ছুড়লে টগর নামে এক জন নিহত হন।

সে ঘটনায় দায়ের করা মামলায় শুনানি শেষে ২০০৫ সালের ১০ জুলাইন নওগাঁর জজ আদালত নুরুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন, বাকি ১৮ জন আসামিকে দেন যাবজ্জীবনের দণ্ড। পরে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষে ২০১১ সালের ২৮ নভেম্বর হাইকোর্ট নুরুল ইসলামের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। বাকি ১৮ জনের যাবজ্জীবন সাজা বহাল থাকে।

পরে ওই রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল শুনানি শেষে বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আসামিদের সবাইকে খালাস দিল। সম্প্রতি মামলার প্রধান আসামি নুরুল ইসলাম মারা গেছেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ সমকালকে বলেন, মামলার রায় পূর্ণাঙ্গ আকারে প্রকাশ হলে বলা যাবে, কোন কারণে আসামিরা সবাই খালাস পেয়েছেন।

  • 26
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে