একই পরিবারের চারজনকে হত্যায় ৬ আসামির ফাঁসি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২১; সময়: ২:৩৩ pm |
খবর > আইন-আদালত / শীর্ষ সংবাদ
পদ্মাটাইমস ডেস্ক : কুড়িগ্রামে একই পরিবারের চার সদস্যকে হত্যা মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এসময় একজনকে খালাস দেয়া হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুল মান্নান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। এক আসামি পলাতক রয়েছেন।
এদিকে রায় শুনে পাঁচ আসামি বিক্ষুব্ধ হয়ে আদালতে কাঠগড়ার গ্লাসে ভাঙচুর চালায়। এসময় পরিস্থিতি সামাল দেয় পুলিশ।
জেলা আদালতের পিপি এস এম আবরাহাম লিংকন এ তথ্য নিশ্চিত করেছেন।
8