চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২০; সময়: ৯:২৩ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ছয় বছর আগের একটি হত্যা মামলায় সাত জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। সোমবার জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম ছয় আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন শিবগঞ্জ উপজেলার গঙ্গারামপুর গ্রামের মো. সুইট, মো. আলাউদ্দিন ওরফে ডুবু, মো. বাক্কার আলী, লাল মোহাম্মদ, মো. ইসরাইল, মো. বাহার আলী ও নামো টিকরি গ্রামের মো. সালাউদ্দিন। এদের মধ্যে আসামি সুইট পলাতক রয়েছেন। রায়ে দণ্ডিতদের একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে, যা অনাদায়ে তাদের আরও ছয় মাসের কারাভোগ করতে হবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি আঞ্জুমান আরা জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০১৫ সালের ৯ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে কানসাট ইউনিয়নের পুকুরিয়ায় নামোটিকরী গ্রামের রবিউল ইসলামের ছেলে মুকুলকে বিএম বাজার এলাকায় কুপিয়ে হত্যা করে।

এই ঘটনায় মুকুলের বাবা রবিউল ১২ জানুয়ারি শিবগঞ্জ থানায় ১১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন বলে এপিপি জানান। তিনি আরও জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) চৌধুরী জোবায়ের আহম্মেদ ২০ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন।

  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে