‘শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলা চলতে বাধা নেই’

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২০; সময়: ৩:৫৬ অপরাহ্ণ |
‘শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলা চলতে বাধা নেই’

পদ্মাটাইমস ডেস্ক : ২০০০ সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলা চলতে বাধা নেই বলে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
আজ মঙ্গলবার (২৪শে নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।

এর আগে চলতি বছরের ৮ই অক্টোবর এই মামলার বিচারিক কার্যক্রমের ওপর দেয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে হাইকোর্ট। একইসাথে তিন মাসের মধ্যে এ মামলা নিষ্পত্তির নির্দেশ দেয় উচ্চ আদালত।

ধর্ষণের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে ২০০২ সালের ৩০শে আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। পরে সড়ক পথে ঢাকায় ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।

শেখ হাসিনার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় ওই দিন হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে তিনটি মামলা হয়।

  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে