রাজশাহীতে ৫০ বোতল ফেনসিডিল বহনে ২ জনের যাবজ্জীবন

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২০; সময়: ১১:৩৬ অপরাহ্ণ |

নিজস্ব প্রতিবেদক : ভারতীয় ফেনসিডিল ক্রয়-বিক্রয় ও বহনের আপরাধে দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে রাজশাহীর একটি আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সালাম এই রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী শরিফুল ইসলাম।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, মতিহার থানার চৌমহনী গ্রামের আবদুল কাদের সরকারের ছেলে মেহেদী হাসান নাহিদ (২৪) এবং জাহিদুল করিমের ছেলে জামিল সরকার (২০)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শরিফুল ইসলাম বলেন, ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর দুপুর অনুমান দেড় টার দিকে পুঠিয়া থানার কাঁঠালবাড়ি এলাকার খান ফিলিং স্টেশনের সামনে রাজশাহী-নাটোর মহাসড়কের ওপর সিএনজি আরোহী এই দুই আসামিকে ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পুঠিয়া সার্কেলের পরিদর্শক ফরহাদ আকন্দ বাদি হয়ে পুঠিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ সালের ১৯(১) এর ৩(খ) এবং ১৯(৪) ধারায় এজাহার দায়ের করেন। থানার মামলা নং-১১, তারিখ- ১২/৯/২০১৩। এই মামলায় ১৩ অক্টোবর অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় ৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

  • 31
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে