সিরাজগঞ্জে ইলিশ ধরায় ৭ জেলের কারাদন্ড

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২০; সময়: ১:৪৮ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে ইলিশ ধরায় ৭ জেলের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের চৌহালীতে যমুনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ৭ জেলেকে ১ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে রোববার সকালে চৌহালী নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিন এ রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলো, স্থল ইউনিয়নের স্থল গ্রামের সহিদুল ইসলাম (২৬), জামাল হোসেন (৩৫), নুরুল আমিন (৪২), কুড়াগাছার গ্রামের মোকছেদ (৪০), শেখ চানপাড়া গ্রামের সমেশ আলী (৪৮), নূর নবী (১৯) ও আলতাফ হোসেন (৩০)।

পরে তাদের পুলিশের মাধ্যমে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়।

অভিযান চলাকালে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট ও উদ্ধার করা ৩ কেজি মাছ খাষপুখুরিয়ামদিনাতুল হাফিজিয়া মাদ্রাসা বিতরন করা হয়।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ, ক্ষেত্রসহকারী শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে