ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি, এক দর্জিকে ৭ বছরের কারাদণ্ড

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২০; সময়: ১০:০৫ অপরাহ্ণ |
ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি, এক দর্জিকে ৭ বছরের কারাদণ্ড

পদ্মাটাইমস ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির মামলায় সুজন দে নামে এক দর্জিকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে, সাইবার ট্রাইব্যুনালের বিচারক আ স ম জগলুল হোসেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় ঘোষণা করেন। এসময় তাকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন বিচারক। আদালতের এই রায় ধর্ম নিয়ে বিরূপ মন্তব্যকারীদের জন্য সর্তকবার্তা বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম শামীম।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ২০ মে সুজন দে ফেইসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা:) ও ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেন। ওই ঘটনায় রাঙ্গামাটির জেলার লংগদু থানার উপ-পরিদর্শক সালাউদ্দিন সেলিম তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা করেন। এর আগে ২০১৭ সালের ৩০ আগস্ট সুজন দে’র বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে মামলায় তদন্ত কর্মকর্তা। ওই বছরের ২৬ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে