সিরাজগঞ্জে শিশু হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২০; সময়: ৮:০৮ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে শিশু হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : শিশু হত্যার দায়ে সিরাজগঞ্জে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে। সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির এই দন্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম জামাত খোদগীর (৬২) উল¬াপাড়া উপজেলার রাহুলিয়া গ্রামের রমজান আলীর ছেলে।
সিরাজগঞ্জ নারী ও শিশু আদালতের সরকার পক্ষের কৌঁসুলী আব্দুল হামিদ বলেন, মালা দায়েরের সাত বছর পর মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উপরোক্ত দন্ডাদেশ প্রদান করেন।

মামলার আসামী জামাল শিশুটিকে হত্যার উদ্যেশে মারপিট করেনি মর্মে বিবেচিত হওয়ায় দ্বন্ডবিধি ৩০২ এর পরিবর্তে ৩০৪ ধারায় যাবজ্জীবন কারাদ্বন্ড প্রদান করেন আদালত। একই সাথে আদালত আসামীকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড প্রদান করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২১ মে বিকেলে রাহুলিয়া গ্রামের মৃত সোবহান আলীর ছেলে শরিফুল ইসলাম (১১) বাড়িতে পোষা বক পাখিকে খাওয়ানের জন্য রাহুলিয়া মাঠের পাশে একই গ্রামের জামাত খোদগীর ধিয়াল থেকে মাছ ছুরি করে।

এই ঘটনায় জামাত শিশু শরিফুলকে বেধরক মারপিট করে। গুরুতর আহত শরিফুলকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২৮ মে তার মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির মা সুলেখা খাতুন বাদী হয়ে ২৮ মে উল¬াপাড়া থানায় জামাল খোদগীর সহ তিন জনকে আসামী করে মামলা দায়ের করেন।

  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে