কলেজ ছাত্রীকে শ্লীলতাহানী মামলার মূল আসামী ২ দিনের রিমান্ডে

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২০; সময়: ১২:১৭ অপরাহ্ণ |
কলেজ ছাত্রীকে শ্লীলতাহানী মামলার মূল আসামী ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে কলেজ ছাত্রীর মাথার চুল কেটে শ্লীলতাহানী মামলার মূল আসামী রায়হান ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে গত ২৮ সেপ্টেম্বর কলেজ ছাত্রীর মাথার চুল কেটে ও অশ্লীল ছবি তুলে ইন্টারনেটে প্রচারে হুমকির মামলার মুল আসামী রায়হানকে আদালতে তোলা হয়।

এ সময় তাকে ৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) মতিয়ার রহমান। শুনানী শেষে তাকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। রিমান্ড জিজ্ঞাসাবাদের জন্য রায়হানকে নিয়ামতপুর থানায় আনা হয়। রিমান্ড শেষে আগামী ৩০ সেপ্টেম্বর রায়হানকে আবারও আদালতে তোলা হবে।

গত ২০ সেপ্টেম্বর রবিবার বিকেল ৫টা হতে ৭টা পর্যন্ত রায়হান তার স্ত্রী রূপা ও কয়েকজন বন্ধুরা কলেজ ছাত্রীকে ভাড়া বাড়ীতে আটক রেখে তাকে মারধর করে মাথার চুল কেটে দেয়। সেই মামলায় গত ২১ সেপ্টেম্বর মূল আসামী রায়হানকে ও পরে তার স্ত্রী রূপাকে মান্দা উপজেলার পরানপুর ফুফুর বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।

  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে