কুষ্টিয়ায় চাচা হত্যার দায়ে ভাইপোর যাবজ্জীবন কারাদন্ড

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২০; সময়: ৩:৫৬ অপরাহ্ণ |
কুষ্টিয়ায় চাচা হত্যার দায়ে ভাইপোর যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ায় চা দোকানী মিঠুন হোসেন হত্যা মামলায় ভাইপোকে যাবজ্জীবন কারাদণ্ড ও অপর দুই আসামীর ১০ বছরের দন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী আসামীদের উপস্থিতিতে এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী হলেন- কুষ্টিয়ার সদর উপজেলার ঢাকা ঝালুপাড়া এলাকার মৃত মওলা মন্ডলের ছেলে মোঃ শিমুল হোসেন। ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামীরা হলেন- শিমুল হোসেনের স্ত্রী সাথী বেগম, একই এলাকার খয়বার আলী প্রামানিকের ছেলে সবুজ হোসেন (২৪)।

এ মামলা থেকে আদালত মামলায় অভিযুক্ত লিটন হোসেন, মনিরুল ইসলাম ও খয়বার আলী প্রামানিককে বেকসুর খালাস দেন।

আদালত সুত্রে জানা যায়, ২০১৮ সালের ১৩ আগস্ট রাত ৯টায় কুষ্টিয়ার সদর উপজেলার ঢাকা ঝালুপাড়া এলাকায় চায়ের দোকান থেকে বাড়ীতে ফিরছিলো মিঠুন হোসেন। এসময় পূর্ব শত্রুতার জের ধরে ভাতিজা শিমুল ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় পরদিন ১৪ আগস্ট নিহত মিঠুনের স্ত্রী রিনা বেগম ৬ জনের নামোল্লেখসহ কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে