জনি হত্যা কান্ডে আপিল করতে ক্ষতিপূরণের টাকা জমা দিয়েছেন দণ্ডপ্রাপ্ত এসআই

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২০; সময়: ১০:০৭ অপরাহ্ণ |
জনি হত্যা কান্ডে আপিল করতে ক্ষতিপূরণের টাকা জমা দিয়েছেন দণ্ডপ্রাপ্ত এসআই

পদ্মাটাইমস ডেস্ক : রাজধানীর পল্লবী থানা হেফাজতে ইশতিয়াক হোসেন জনিকে পিটিয়ে হত্যার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত পুলিশের সাবেক উপপরিদর্শক জাহিদুর রহমান উচ্চ আদালতে আপিল করবেন।

এ জন্য আদালতের নির্দেশনা অনুযায়ী দুই লাখ টাকা ক্ষতিপূরণ জমা দিয়েছেন তিনি। ২০১৪ সালের ৮ই ফেব্রুয়ারি মিরপুর ১১ নম্বর সেক্টরে একটি বিয়ের অনুষ্ঠানের সময় পুলিশের সোর্স সুমন মেয়েদের সঙ্গে অশালীন আচরণ করে। এ সময় জনি ও তার ভাই সুমনকে সেখান থেকে চলে যেতে বললে সে পুলিশকে ফোন দেয়। পুলিশ এসে জনিকে আটক করে নিয়ে নির্যাতন করে। এক পর্যায়ে জনি মারা যান। পরে জনির ভাই ইমতিয়াজ একটি হত্যা মামলা দায়ের করেন।

সেই মামলায় তিন পুলিশ সদস্য এসআই জাহিদুর রহমান, এএসআই রাশেদুল ইসলাম ও কামরুজ্জামান মিন্টুকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। আর তাদের দুই সোর্স রাশেদ ও সুমনকে দেয়া হয় ৭ বছর করে কারাদণ্ড। সাজার পাশাপাশি দুই লাখ টাকা জনির পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেয়ার নির্দেশ দেয় আদালত। অর্থদণ্ড পরিশোধ করলে তবেই আপিলের আপিলের অনুমতি পাবে বলে উল্লেখ করে আদালত।

  • 25
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে