দুই শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২০; সময়: ৯:৫৫ অপরাহ্ণ |
দুই শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের

পদ্মাটাইমস ডেস্ক : দুই শিক্ষার্থীকে আটক করে তাদের কাছে চাঁদা দাবি করে অভিযুক্তরা। পিরোজপুরে নাজিরপুরে বেড়াতে যাওয়ার পথে দুই শিক্ষার্থীকে আটক করে নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় নির্যাতনকারী প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

মামলা সূত্রে জানা গেছে, বুধবার সকালে স্থানীয় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সরকারি কলেজের একাদশ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী তার আরেক প্রতিবেশী স্কুল পড়ুয়া ছাত্রকে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। তারা উপজেলার ঘোপেরখাল নামক স্থানে পৌঁছানোর পর স্থানীয় মনির হোসেন, অভিজিৎ সিকদার এবং শফিক মল্লিক নামের তিন যুবক তাদের পথরোধ করে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। এ সময় তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাদেরকে পার্শবর্তী একটি কলা ক্ষেতে নিয়ে কলেজছাত্রীটিকে মারধর করার পাশাপাশি যৌন নিপীড়ন করে।

এছাড়া অভিযুক্ত নির্যাতনকারীদের কথায় রাজি না হওয়ায়, ছেলেটিকেও শারিরীকভাবে নির্যাতন করে তারা। বিষয়টি জানতে পেরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে দুপুরে ওই দুই শিক্ষার্থীকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার নির্যাতনের শিকার মেয়েটির বাবা বাদী হয়ে তিন জনকে আসামী করে নাজিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং অপহরণ চেষ্টার অভিযোগে তিন জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

এ ঘটনায় পুলিশ প্রধান আসামী মনিরকে গ্রেপ্তার করেছে। এছাড়া অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে