ব্যাংক লুটের চেষ্টা মামলায় ৩ দিনের রিমান্ডে যুবক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২০; সময়: ৯:৫০ অপরাহ্ণ |
ব্যাংক লুটের চেষ্টা মামলায় ৩ দিনের রিমান্ডে যুবক

পদ্মাটাইমাস ডেস্ক : গাজীপুরের প্রাইম ব্যাংক লিমিটেডের চান্দনা চৌরাস্তা শাখায় ম্যানেজারকে বোমার ভয় দেখিয়ে টাকা লুটের চেষ্টা করার মামলায় গ্রেপ্তার যুবক আবু বকরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ই সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানী শেষে আদলতের বিচারক এ আদেশ দেন। পুলিশের পক্ষ থেকে সাতদিনের রিমান্ড আবেদন করলে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, বোমার ভয় দেখিয়ে টাকা লুটের চেষ্টার ঘটনায় বুধবার দিবাগত রাতে প্রাইম ব্যাংকের ওই শাখার ম্যানেজার এম ফরিদ আহমদ বাদি হয়ে মামলা দায়ের করেন। এতে আবু বকর ও তার অজ্ঞাত সহযোগিদের আসামি করা হয়েছে।

উল্লেখ্য বুধবার দুপুরে আবু বকর একটি স্কুল ব্যাগ নিয়ে প্রাইম ব্যাংকের চান্দনা চৌরাস্তার শাখার ম্যানেজার এম ফরিদ আহমেদের রুমে ঢুকে ব্যাগে বোমা রয়েছে জানিয়ে সব টাকা পয়সা দিতে বলেন। টাকা না দিলে বোমার বিষ্ফোরণ ঘটানো হবে বলেও হুমকি দেন তিনি।

এসময় ম্যানেজার কৌশলে রুম থেকে বের হয়ে ব্যাংকের গেইট আটকিয়ে দেন এবং স্থানীয় থানা পুলিশকে খবর দেন। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌছে ব্যাংক ভবনটি ঘিরে ফেলে এবং ওই যুবককে আটক করে তার নিকট থেকে ব্যাগটি আলাদা করে।

পরে ঢাকার কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)কে খবর দেয়া হয়। সিটিটিসি’র সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিকেল পৌনে চারটার দিকে আইইডি (বোমা) নিষ্ক্রিয় করে।

এ সময় এক ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোঃ আজাদ মিয়া সাংবাদিকদের জানান, তিনটি পাইপের সমন্বয়ে আইইডি (ইমপ্রোভাইস ইলেকট্রনিক ডিভাইস) তৈরী করা হয়। এটিকে পাইপ বোমা বলা হয়ে থাকে।

  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে