রিজেন্ট সাহেদের অস্ত্র মামলায় রবিবার আসামিপক্ষের শুনানি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২০; সময়: ৯:৩০ অপরাহ্ণ |
রিজেন্ট সাহেদের অস্ত্র মামলায় রবিবার আসামিপক্ষের শুনানি

পদ্মাটাইমস ডেস্ক : আদালতে আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করেন সাহেদ। রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের চেয়ারম্যান সাহেদের অস্ত্র মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষে ২০ শে সেপ্টেম্বর আসামি পক্ষের যুক্তিকর্তের দিন ধার্য করেছে আদালত। সেদিন আসামির সর্বোচ্চ শাস্তির দাবি করেছে রাষ্ট্রপক্ষ।

বৃহস্পতিবার সকালে, ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে এই শুনানি শুরু হয়। এই মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন ১১ জন। গতকাল আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করেন সাহেদ।

এর আগে ২৭শে আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। ৩০শে জুলাই সাহেদের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। ১৫ই জুলাই সাতক্ষীরা সীমান্ত থেকে সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব। ১৬ই জুলাই তাকে নিয়ে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়। ওই দিনই ডিবি পুলিশের পরিদর্শক এস এম গাফফারুল আলম তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে