হাইকোর্টে এনামুল বাছিরের জামিন আবেদন

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২০; সময়: ১:০১ অপরাহ্ণ |
হাইকোর্টে এনামুল বাছিরের জামিন আবেদন

পদ্মটাইমস ডেস্ক : ঘুষ লেনদেনের মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাময়িক বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছির হাইকোর্টে জামিন আবেদন করেছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) তার আইনজীবী অ্যাডভোকেট জাহিদুল আলম জামিন আবেদন করার বিষয়টি নিশ্চিত করেছেন।

জাহিদুল আলম বলেন, এনামুল বাছিরের জামিন আবেদনটি আজ বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।

২০১৯ সালের ১৭ জুলাই ডিআইজি মিজান ও এনামুল বাছিরকে আসামি করে মামলা করে দুদক। ওই বছরের ২২ জুলাই রাতে রাজধানীর দারুস সালাম এলাকার একটি বাসা থেকে এনামুল বাছিরকে গ্রেপ্তার করে দুদক পরিচালক ফানাফিল্লাহর নেতৃত্বে একটি দল। পরদিন ২৩ জুলাই তাকে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে হাজির করা হলে আদালত তার জামিনের আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠায়। সেই থেকে তিনি কারাবন্দি।

  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে