চাঁদাবাজির অভিযোগে ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২০; সময়: ৯:২২ অপরাহ্ণ |
চাঁদাবাজির অভিযোগে ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মামলা

পদ্মাটাইমস ডেস্ক : চাঁদাবাজির অভিযোগে ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক ব্যবসায়ী।

নরসিংদীতে চাঁদাবাজির অভিযোগে মাধবদী থানার ওসি, এসআইসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যবসায়ী। রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর মূখ্য বিচারিক হাকিম মোহাম্মদ রকিবুল ইসলামের আদালতে ফার্নিচার ব্যবসায়ী হুমায়ুন কবির মুন্সি এ মামলা করেন।

আদালত মামলাটি র‌্যাব-১১ কে তদন্ত করে ১৮ অক্টোবরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে।

মামলার আসামিরা হলেন, মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সৈয়দুজ্জামান, সদর মডেল থানার উপপরিদর্শক মোস্তাক ও পুলিশের কথিত সোর্স সবুজ।

মামলায় বলা হয়েছে, গত ২১ জুন সন্ধ্যায় দোকান খোলেন হুমায়ুন কবির মুন্সিসহ কয়েক ব্যবসায়ী। এই অপরাধে হুমায়ুন কবিরের ছেলেসহ বিভিন্ন দোকান থেকে ৬ জনকে আটক করে সদর থানার ওসিসহ কয়েকজন। পরে, ছেলেকে ছাড়াতে গেলে ২ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে ছেলেকে ক্রসফায়ারে হত্যারও হুমকি দেয় পুলিশ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে