সন্তানদের বিরুদ্ধে বাবার মামলা

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২০; সময়: ৮:৫২ অপরাহ্ণ |
সন্তানদের বিরুদ্ধে বাবার মামলা

পদ্মাটাইমস ডেস্ক : মারধর ও সম্পত্তি আত্মসাতের অভিযোগে সন্তানদের বিরুদ্ধে বাবার মামলা। সন্তানদের হাতে নির্যাতন ও মারধরের শিকার হয়ে বিচারের দাবিতে আদালতে মামলা করেছেন বাবা-মা। আদালত মামলা আমালে নিয়ে সংশ্লিষ্ট থানাকে এজহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছে। ঘটনাটি চট্টগ্রামের দেবপাহাড় এলাকায়।

সৈয়দ আনোয়ার হোসেন ছিলেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। অর্জিত সব অর্থ ব্যয় করে মানুষ করেছেন ছেলে জুনায়েদ ফয়সাল ও মেয়ে আজমী নাশেদে। ছেলে মেরিনার আর মেয়ে ইউসিবি ব্যাংক খুলশী শাখার কর্মকর্তা।

মা বাবা দুজন হৃদরোগে আক্রান্ত হওয়ার পর দেবপাহাড় এলাকায় দুটি ফ্লাট ভাই বোন নিজেদের নামে লিখে নেয়। এরপর মা বাবার ভরণ পোষণ খরচ না দিয়ে উল্টো সম্পদ আত্মসাতের জন্য মারধর ও নির্যাতন করতে থাকে। অত্যাচার সহ্য করতে না পেরে বিচারের দাবিতে শেষ পর্যন্ত আদালতের দারস্ত হন মা বাবা।

ভুক্তভোগী বাবা ও মামলার বাদী সৈয়দ আনোয়ার হোসেন বলেন, আমাকে এতো অত্যাচার করছে আমি সহ্য করতে না পেরে আদালতের দ্বারস্ত হয়েছি। তারা আমাদের প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছে।

মামলায় ছেলে ও মেয়ে দুজনকেই আসামি করা হয়েছে। আদালত চকবাজার থানাকে এজহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছে। বাদীর আইনজীবী এ এম জিয়া হাবিব এহসান বলেন, আদালত আজকেই থানাকে আদেশ দিয়েছেন এটিকে এজাহার হিসেবে বিবেচনা করতে। এটি মামলা হিসেবে অন্তর্ভুক্ত হবে এবং আসামিদের গ্রপ্তার করতে পুলিশকে অনুরোধ জানাবো।

আদালতের নির্দেশের আসামিদের বিরুদ্ধে আইনুনাগ ব্যবস্থা নেয়া হবে জানিয়েছে পুলিশ। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, আমরা আদালতের আদেশ সম্পর্কে জেনেছি। আমাদের কাছে আদেশটা হাতে পৌঁছালেই আমরা ব্যবস্থা নিব।

ছেলে মেয়ের দৃষ্টান্তমূলক শান্তির দাবি করেছেন হতভাগা মা বাবা।

  • 24
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে