ক্রসফায়ারের ভয় দেখিয়ে জমি দখলের চেষ্টায় ওসিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২০; সময়: ৯:১৯ অপরাহ্ণ |
ক্রসফায়ারের ভয় দেখিয়ে জমি দখলের চেষ্টায় ওসিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

পদ্মাটাইমস ডেস্ক : চট্টগ্রামে নির্যাতন ও ক্রসফায়ারের ভয় দেখিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগে রাউজান থানার সাবেক ওসি কেফায়েত উল্লাহ ও এক পুলিশ সদস্যসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) চিফ জুডিশিয়াল আমলী আদালতে সি.আর. মামলাটি দায়ের করেন পশু চিকিৎসক রাজ গোপাল চৌধুরী। আদালত মামলা আমলে নিয়ে জুডিশিয়াল তদন্তের নির্দেশ দিয়েছে। মামলার আসামিরা হলেন: রাজীব দাশ, সাবেক ওসি কেফায়েত উল্লাহ, ৩নং ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন, এস.আই টোটন মজুমদার।

গত ১৪ আগষ্ট রাউজান উপজেলার আধার মানিক এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ রাউজান থানায় জিডি করে। জিডির সূত্র ধরে রাজ গোপাল চৌধুরীকে থানায় ডেকে নিয়ে আটকিয়ে রেখে নির্যাতন চালায় পুলিশ। এসময় তার কাছ থেকে জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার চেষ্টা চালানো হয়।

এর আগে, রাউজান থানার সাবেক এই ওসির বিরুদ্ধে আদালতে আরেকটি মামলা দায়ের হয়েছিলো।

  • 23
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে