সামাজিক মাধ্যমে অশ্লীল ভিডিও আপলোড বন্ধের নির্দেশনা চেয়ে রিট

প্রকাশিত: আগস্ট ২০, ২০২০; সময়: ৮:৩২ অপরাহ্ণ |
সামাজিক মাধ্যমে অশ্লীল ভিডিও আপলোড বন্ধের নির্দেশনা চেয়ে রিট

পদ্মাটাইমস ডেস্ক : টিকটকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপ ব্যবহার করে ‘অশ্লীল’ ভিডিও আপলোড বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন এ রিট দায়ের করেন।

রিট আবেদনে টিকটক এবং অন্যান্য অ্যাপ ব্যাবহার করে সোশ্যাল মিডিয়ায় কী ধরনের কনটেন্ট বা ভিডিও আপলোড করা যেতে পারে সে বিষয়ে একটি গাইডলাইন তৈরি করা হবে কিনা তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। তথ্য মন্ত্রণালয় সচিব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের সচিবকে বিবাদী করা হয়েছে এই রিটে।

এর আগে গত ৫ আগস্ট টিকটক থেকে অশালীন ভিডিও বা কনটেন্ট সরিয়ে ফেলা এবং এগুলো তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল। আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন এ নোটিশ পাঠিয়েছিলেন। তবে সে নোটিশের জবাব না পাওয়ায় তিনি এ রিট দায়ের করলেন।

নোটিশে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় বহুল ব্যবহৃত একটি অ্যাপ যেটিকে টিকটক অ্যাপ নামে অভিহিত করা হয়, এই অ্যাপটি মূলত একটি কনটেন্ট ক্রিয়েটর অ্যাপস। এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন জনসচেতনতা এবং সামাজিক ও মানবিক মূল্যবোধ সমৃদ্ধ বিভিন্ন কনটেন্ট তৈরি করে সেটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার করার কথা। কিন্তু আমাদের দেশে বাস্তব অবস্থা বিবেচনায় দেখা যায়, এই অ্যাপটি ব্যবহার করে এমন কিছু অশ্লীল কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে যার মাধ্যমে আমাদের কোমলমতি শিশু কিশোর ও যুবক শ্রেণি বিপথগামী হচ্ছে এবং নানারকম অপকর্মে জড়িয়ে পড়ছে।

  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে