ওসি প্রদীপসহ ৩ আসামির রিমান্ড সম্পন্নের সময়সীমা বাড়ানোর আবেদন মঞ্জুর

প্রকাশিত: আগস্ট ১০, ২০২০; সময়: ৯:৩৭ অপরাহ্ণ |
ওসি প্রদীপসহ ৩ আসামির রিমান্ড সম্পন্নের সময়সীমা বাড়ানোর আবেদন মঞ্জুর

পদ্মাটাইমস ডেস্ক : মেজর (অব.) সিনহা রাশেদ হত্যা মামলার তদন্ত শেষ না হওয়ায় ৩ পুলিশ সদস্যের রিমান্ডের বেঁধে দেয়া সময়সীমা বাড়ানোর র‌্যাবের করা আবেদন মঞ্জুর।

সিনহা হত্যা মামলায় ১০ কার্য দিবসের মধ্যে ওসি প্রদীপ, এসআই লিয়াকতসহ তিন আসামির সাত দিনের রিমান্ড শুনানির নির্দেশ দিয়েছিল আদালত। তদন্ত শেষ না হওয়ায় রিমান্ডের বেঁধে দেয়া ওই সময় বাড়ানোর আবেদন করেছে তদন্ত সংস্থা র‌্যাব। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ। তিনি আরো জানিয়েছেন, সাক্ষী হিসেবে সিফাত ও শিপ্রাকেও জিজ্ঞাসাবাদ করা হবে।

ওসি প্রদীপ, এসআই লিয়াকতসহ তিনজনকে রিমান্ডে নিতে র‌্যাব পুরোপুরি প্রস্তুত জানিয়ে আশিক বিল্লাহ জানান, তদন্ত কর্মকর্তা প্রথমেই ঘটনার সাক্ষী সিফাত ও শিপ্রাকে জিজ্ঞাসাবাদ করতে চান। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে। এ কারণে এখনও আসামিদের রিমান্ডে নেয়া হয়নি।

গত ৩ জুলাই সিনহা রাশেদের সঙ্গে শিপ্রা, সিফাতসহ তিনজন কক্সবাজার যান ভ্রমণবিষয়ক তথ্যচিত্র ধারণের কাজে। গেল ৩১ জুলাই রাতে টেকনাফের পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা রাশেদ খান।

পরে ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিদর্শক লিয়াকত আলী, ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

  • 56
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে