ওসি প্রদীপসহ তিন পুলিশ ৭ দিনের রিমান্ডে

প্রকাশিত: আগস্ট ৬, ২০২০; সময়: ১১:০১ অপরাহ্ণ |
ওসি প্রদীপসহ তিন পুলিশ ৭ দিনের রিমান্ডে

পদ্মাটাইমস ডেস্ক : কক্সবাজারের টেকনাফে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনায় হওয়া মামলায় টেকনাফ থানার প্রত্যাহারকৃত ওসি প্রদীপ দাশ, পরিদর্শক লিয়াকত আলী ও উপপরিদর্শক নন্দ দুলাল রক্ষিতকে সাত দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার রাত ৮টায় কক্সবাজারের টেকনাফ উপজেলা সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন রিমান্ড আবেদনের শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী মো. মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি প্রদীপ

তিনি সাংবাদিকদের বলেন, মামলায় অভিযুক্তদের মধ্যে সাত জন আজ আদালতে আত্মসমর্পণের পর, র‌্যাবের তদন্তকারী কর্মকর্তা তাদের দশ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত টেকনাফ থানার প্রত্যাহারকৃত ওসি প্রদীপ দাশ, পরিদর্শক লিয়াকত আলী ও উপপরিদর্শক নন্দ দুলাল রক্ষিতের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আত্মসমর্পণকৃত সহকারী উপপরিদর্শক লিটন মিয়া এবং কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন, আবদুল্লাহ আল মামুনকে আদালত কক্সবাজার জেলা কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বলে জানান তিনি।

মামলার অপর দুই এজাহারভুক্ত আসামি এসআই টুটুল ও কন্সটেবল মোস্তফা আদালতে আত্মসমর্পণ করেননি বলে জানিয়েছেন সরকারি আইনজীবী ফরিদুল আলম। সিনহা মোহাম্মদ রাশেদ খানের বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস গতকাল সকালে টেকনাফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করেন।

  • 254
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে