সারাদেশে আইসিইউ বেড কতটি, কীভাবে বণ্টন হয় জানতে চেয়েছেন হাইকোর্ট

প্রকাশিত: জুন ৮, ২০২০; সময়: ৯:৩৭ অপরাহ্ণ |
সারাদেশে আইসিইউ বেড কতটি, কীভাবে বণ্টন হয় জানতে চেয়েছেন হাইকোর্ট

পদ্মাটাইমস ডেস্ক : করোনা উপসর্গের রোগীরা হাসপাতাল হাসপাতাল ঘুরেও চিকিৎসা না পাওয়ায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। সকালে এক রিটের শুনানিতে বিচারপতি এম ইনায়েতুর রহিমের বেঞ্চ এ উষ্মা প্রকাশ করেন।

একইসঙ্গে সারাদেশে আইসিইউ বেডের সংখ্যা কত, সেগুলো কীভাবে বণ্টন হয় সে বিষয়েও জানতে চাওয়া হয়েছে। এছাড়া হাসপাতালের বেড মনিটরিংয়ে কি ব্যবস্থা নেয়া হয়েছে সেটিও রাষ্ট্রপক্ষকে জানাতে বলা হয়েছে। বুধবার এ বিষয়ে আদেশ দিবেন আদালত। গত রোববার এক চিকিৎসকের পক্ষে রিটটি দায়ের করেন আইনজীবী ইয়াদিয়া জামান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে