রাজশাহীতে অনলাইন শুনানিতে ৫ আসামির জামিন

প্রকাশিত: মে ১৭, ২০২০; সময়: ২:৫৯ অপরাহ্ণ |

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ভার্চ্যুয়াল আদালতে রোববার ছয় মামলার আট আসামীর জামিন শুনানি হয়। এর মধ্যে তিন মামলার পাঁচজন আসামির জামিন হয়েছে। দুপুরে রাজশাহীর জেলা ও দায়রা জজ আদালতে অনলাইনে তাদের জামিন শুনানি হয়।

আদালত সূত্র জানিয়েছে, জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোববার মোট ছয়টি মামলার শুনানি করেন। এই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইব্রাহীম হোসেন প্রতিটি শুনানিতে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে রাষ্ট্রপক্ষে নিজের বক্তব্য উপস্থাপন করেন।

আদালতে আসামিপক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান আব্দুল কাইয়ুম এবং রাজশাহী বারের আইনজীবী শফিকুল ইসলাম। আদালতে এ দিন শুনানি হওয়া ছয়টি মামলার মধ্যে তিনটি মামলার পাঁচ আসামির জামিন মঞ্জুর করা হয়।

করোনা পরিস্থিতিতে হাজতি আসামিদের জামিন শুনানির জন্য ভার্চ্যুয়াল কোর্ট চালু করা হয়। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে জরুরি জামিন সংক্রান্ত বিষয়সমূহ নিষ্পত্তি করার নির্দেশনা আসে সুপ্রিম কোর্ট থেকে। এ লক্ষে সংশ্লিষ্ট আদালতের আইডি ও মোবাইল নম্বর ব্যবহার করতে বলা হয়।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ই-মেইল আইডিতে জরুরি জামিন আবেদন, সংশ্লিষ্ট দালিলিক কাগজাদি এবং ওকালতনামা (সংশ্লিষ্ট আইনজীবীর সদস্য নম্বর, ই-মেইল ও মোবাইল নম্বর) স্ক্যান করে সফটকপি ভার্চ্যুয়াল আদালতে দাখিল করতে হবে। আদালতের তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ-২০২০ এর ক্ষমতাবলে সুপ্রিমকোর্ট জারি করা ‘বিশেষ প্র্যাকটিস নির্দেশনা’ অনুসারে এই কোর্ট গঠন করার নির্দেশনা আসে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে